Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়,ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ এর তথ্য বাতায়নে স্বাগতম। ধন্যবাদ।


সিটিজেন চার্টার

 

উপজেলা কৃষি অফিস, ঈশ্বরগঞ্জ

 

উপজেলা কৃষি অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ে সরকারী সেবামূলক প্রতিষ্ঠান। এ অফিসের মূল দায়িত্বই হচ্ছে আধুনিক ও লাগসই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এদেশের কৃষি উন্নয়ন কর্মকান্ডে জড়িত বিভিন্ন সংস্থা/ প্রতিষ্ঠানের সাথে যোগসূত্র রচনা করে কৃষি উন্নয়নের গতিধারাকে তরান্বিত করা। প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কৃষি পরিবেশ, কৃষকের আর্থসামাজিক অবস্থা, বাজার চাহিদা ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়ে উপজেলা কৃষি অফিস এ দেশের কৃষি ও কৃষকের সেবা প্রদান করে আসছে।

 

১) সকল শ্রেণীর কৃষকের জন্য কৃষি সম্প্রসারণ সহায়তা দেয়া :- সব ধরণের কৃষক পরিবারের সকল সদস তাদের প্রয়োজনানুযায়ী যাতে সেবা পেতে পারে তার নিশ্চয়তা দেয়া।

২) কৃষকদের দক্ষ সম্প্রসারণ সেবা প্রদান :- দক্ষ সম্প্রসারণ কর্মীর মাধ্যমে শস্য, মৎস্য, পশুসম্পদ, বন ও পারিবারিক উদ্যোগে কৃষকের সর্বাধিক ব্যয় সাশ্রয়ী সেবা প্রদান করা।

৩) কৃষি বিষয়ক কর্মসূচী প্রণয়ন :- তথ্য চাহিদা চিহ্নিতকরণ ও চাহিদার প্রতি সাড়া প্রদান, স্থানীয় সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ, কর্মসূচী পরিকল্পনা, প্রশিক্ষণ এবং গণমাধ্যম ভিত্তিকভাবে কর্মসূচী প্রণয়ন।

৪) চাহিদা ভিত্তিক কৃষি সম্প্রসারণ :- চিহ্ণিত চাহিদা, সমস্যা ও সম্ভাব্যতার উপর ভিত্তি করেই সকল সম্প্রসারণ কার্যক্রম নির্ধারণ করা।

৫) সকল শ্রেণীর কৃষক দলের সাথে কাজ করা :- কৃষকের কাজে সর্বাধিক সুবিধা পেৌছে দিতে মাঠ পর্যায়ে বিদ্যমান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার কৃষকদলের সাথে কাজ করা।

৬) কৃষি সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণ :- কৃষকদের উপযুক্ত পরামর্শ প্রদানের মাধ্যমে কৃষি সম্প্রসারণ কার্যক্রম জোরদার করা।

৭) সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণ :- কৃষকদের সেবাচাহিদার উপর ভিত্তি করে সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ দেয়া।

৮) উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার :- বিভিন্ন শ্রেণীর কৃষকের সুনির্দিষ্ট সম্প্রসারণ উদ্দেশ্যাবলী অর্জনের লক্ষ্যে সম্প্রসারণ সংস্থা ও কর্মীবৃন্দ খামার পরিদর্শন, গনমাধ্যম, প্রশিক্ষণ, মেলা, উদ্বুদ্ধকরণ ভ্রমণ এবং অংশগ্রহণমূলক পদ্ধতিসমূহ ব্যবহার।

৯) সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান :- উপজেলা কৃষি অফিস আরও বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সহায়তা প্রদান করে।

১০) পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান :- প্রাকৃতিক পরিবেশের জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষার অনুকূলে ভূমি, পানি ও বায়ু দূষণ ও ক্ষয় নিয়ন্ত্রণ করা।

১১) কৃষি বানিজ্যিকীকরণ :- কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাত করণে এবং ন্যায্যমূল্য পেতে সহায়তা করা।

১২) কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার :- কৃষি বিষয়ক যে কোন তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবং সাধারণ জনগণের মধ্যে পেৌছানো।

 

উপজেলা কৃষি অফিস থেকে যে সমস্ত সেবা পাওয়া যায় সেগুলো নিম্নরূপ :-

 

ক্রমিক দায়িত্বাবলী সেবা গ্রহণকারী প্রার্থীত সুবিধা পাওয়ার সময়সীমা
কৃষকদের পরামর্শ প্রদান কৃষক ১ দিন
মাঠে বিদ্যমান ফসলের সমস্যাদি চিহ্ণিত করে সমাধন করা কৃষক ২ দিন
আধুনিক প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণ কৃষক ৩ মাস
এস,এ,ও কর্তৃক আনীত সমস্যা সমাধান কৃষক ৭ দিন
প্রদর্শনী স্থাপন ও মাঠ দিবস উদযাপন কৃষক ৪ মাস
কীটনাশক ডীলার লাইসেন্স প্রদান কৃষক ১৫ দিন
কীটনাশক ডীলার লাইসেন্স নবায়ন কৃষক ১৫ দিন
বিসিআইসি সার ডীলার লাইসেন্স নবায়ন কৃষক ৭ দিন
কৃষি বিষয়ক যেকোন তথ্য কৃষক ২ দিন