কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় দেশের ৪৯১টি উপজেলার মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা অন্যতম। সরেজমিন উইং এর কার্যক্রমসমূহ বাসত্মবায়নের জন্য এই উপজেলা সকল শ্রেনীর কৃষকদের জন্য লাগসই ও টেকসই উন্নত কৃষি প্রযুক্তি বিসত্মারের এ মহান দায়িতব পালন করে যাচ্ছে। ক্রমহ্রাসমান চাষযোগ্য জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লÿÿ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ধারাবাহিকতা রÿা করা বড় চ্যালেঞ্জ হলেও কৃষকদের চাহিদা অনুযায়ী প্রযুক্তি হসত্মামত্মরের মাধ্যমে বিগত তিন বছরে চাল, গম, ভূট্টা, আলু ও শাক সব্জীর উৎপাদন বৃদ্ধি করতে সÿম হয়েছে। সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধমে বিগত তিন বছরে এ অঞ্চলে চালের মোট উৎপাদন হয়েছে ৪৩৪,৬৭৬ মেঃ টন, অর্থবছরে (২০১৬-১৭) মোট খাদ্য শস্য (চাল+গম+ভূট্টা) উৎপাদন হয়েছে ১৪৫,৫০৯ মেঃ টন এবং ২০১৫-১৬ এর তুলনায় ২০১৬-১৭ অর্থবছরে মোট খাদ্য শস্য (চাল+গম+ভূট্টা) উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৪২০ মেঃ টন। খাদ্য শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লÿÿ্য বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাত সহিষ্ণু জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, পার্চিং, আধুনিক চাষাবাদ, গুটি ইউরিয়ার ব্যবহার বৃদ্ধি, মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরÿণ, মাটির স্বাস্থ্য সুরÿায় জৈব ও সবুজ সার তৈরী ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে। মোট জনগোষ্ঠির প্রায় অর্ধেক নারীকে কৃষিতে সম্পৃক্তায়নের লÿÿ্য নারীসহ বিগত দুই বছরে প্রায় ১ হাজার ২শত কৃষক/কৃষাণীকে লাগসই আধুনিক প্রযুক্তির উপর প্রশিÿণ প্রদান করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS