Wellcome to National Portal
Main Comtent Skiped
Welcome to the web portal of Upazila Agriculture Officer Office, Ishwarganj, Mymensingh

Achievements

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় দেশের ৪৯১টি উপজেলার মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা অন্যতম। সরেজমিন উইং এর কার্যক্রমসমূহ বাসত্মবায়নের জন্য এই উপজেলা সকল শ্রেনীর কৃষকদের জন্য লাগসই ও টেকসই উন্নত কৃষি প্রযুক্তি বিসত্মারের এ মহান দায়িতব পালন করে যাচ্ছে। ক্রমহ্রাসমান চাষযোগ্য জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লÿÿ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ধারাবাহিকতা রÿা করা বড় চ্যালেঞ্জ হলেও কৃষকদের চাহিদা অনুযায়ী  প্রযুক্তি হসত্মামত্মরের মাধ্যমে বিগত তিন বছরে চাল, গম, ভূট্টা, আলু ও শাক সব্জীর উৎপাদন বৃদ্ধি করতে সÿম হয়েছে। সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধমে বিগত তিন বছরে এ অঞ্চলে চালের মোট উৎপাদন হয়েছে ৪৩৪,৬৭৬ মেঃ টন, অর্থবছরে (২০১৬-১৭) মোট খাদ্য শস্য (চাল+গম+ভূট্টা) উৎপাদন হয়েছে ১৪৫,৫০৯ মেঃ টন এবং ২০১৫-১৬ এর তুলনায় ২০১৬-১৭ অর্থবছরে মোট খাদ্য শস্য (চাল+গম+ভূট্টা) উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৪২০ মেঃ টন। খাদ্য শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লÿÿ্য বিভিন্ন ফসলের আধুনিক ও ঘাত সহিষ্ণু জাত, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সুষম মাত্রায় সার ব্যবহার, পার্চিং, আধুনিক চাষাবাদ, গুটি ইউরিয়ার ব্যবহার বৃদ্ধি, মানসম্পন্ন বীজ উৎপাদন ও সংরÿণ, মাটির স্বাস্থ্য সুরÿায় জৈব ও সবুজ সার তৈরী ও ব্যবহার বৃদ্ধি ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণে সাফল্য অর্জিত হয়েছে। মোট জনগোষ্ঠির প্রায় অর্ধেক নারীকে কৃষিতে সম্পৃক্তায়নের লÿÿ্য নারীসহ বিগত দুই বছরে প্রায় ১ হাজার ২শত কৃষক/কৃষাণীকে লাগসই আধুনিক প্রযুক্তির উপর প্রশিÿণ প্রদান করা হয়েছে।